আজ গোলাপ দিবস, শিলিগুড়িতে হাজির স্পেশাল গোলাপ

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ আজ গোলাপ দিবস।গোলাপ দিবস অর্থাৎ রোজ ডে পালনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ।আর এবছর রোজডে ও ভ্যালেন্টাইন ডে’তে নিজের প্রিয় মানুষের হাতে তুলে দিতে পারবেন নীল গোলাপ।তাই ভালোবাসার উৎসব উদযাপনে বিভিন্ন ধরণের গোলাপের সম্ভার নিয়ে তৈরি শিলিগুড়ির ফুলের দোকানগুলি।


ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ।আগামী ৭ দিন ধরে বিভিন্নভাবে প্রেম দিবস উদযাপন মাতবেন ভালোবাসার মানুষেরা।গোলাপ দিবসে আকাশ ছোঁয়া রয়েছে গোলাপের দাম।

এবছর বাজারে গোলাপের চাহিদা তুঙ্গে।তবে গোলাপের দাম বেড়েছে অনেকটাই।এবছর স্পেশাল গোলাপ হিসেবে নীল গোলাপ নিয়ে হাজির হয়েছে শহরের ফুলের দোকানগুলি।৪৫ থেকে ৫০ টাকা দাম রয়েছে প্রতি গোলাপের।এদিকে ডাচ গোলাপ ২০-২৫ টাকায় বিক্রি হত তা এবারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০টাকায়।হলুদ,সাদা,পিঙ্ক, কমলা সহ আরও বিভিন্ন গোলাপের দাম রয়েছে একই।অন্যদিকে, লোকাল গোলাপের দাম বেড়ে হয়েছে ১০ টাকা।


দাম যতই থাকুক না কেন ভালোবাসার মানুষকে তাঁর প্রিয় গোলাপ তুলে দিতে এদিন সকাল থেকে শহরের বিভিন্ন ফুলের দোকানে ভিড় দেখা যাচ্ছে।

এদিন ফুল ব্যবসায়ী প্রভাস গুপ্ত ও জগন্নাথ সামন্ত জানান, এবছর চাহিদা ভালোই রয়েছে।গতবছরও চাহিদা ভালো ছিল।এবছর ৭ থেকে ৮ রকমের গোলাপ রয়েছে।যার মধ্যে অন্যতম নীল গোলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *