শিলিগুড়িতে প্রথমবার আইপিএল এর ধাঁচে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ শিলিগুড়িতে এই প্রথমবার আইপিএল এর ধাঁচে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘের ব্যবস্থাপনায় এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।১লা মে থেকে শুরু হবে টুর্নামেন্ট, যা চলবে ৭ই মে পর্যন্ত।


জানা গিয়েছে, এই টুর্নামেন্টে অসম,ঝাড়খন্ড,রেলের টিম সহ মোট ৮টি দল অগ্রগামী সুপার জায়েন্ট, বাঘাযতীন নাইট রাইডার্স, স্বস্তিকা সুপার কিংস, মুখার্জি চ্যালেঞ্জার্স, বিএসকে রয়্যালর্স, এনএফ রেলওয়ে টাইটানস মালিগাঁও, ঝাড়খন্ড ক্যাপিটালস, নকশালবাড়ি সানরাইজার্স অংশগ্রহণ করবে।এই প্রথমবার আইপিএল এর ধাঁচে বড় স্কিন, মিউজিক সিস্টেম, চিয়ার লিডার, রঙিন জার্সি এবং ফ্লাড লাইটের আলোয় খেলা হবে।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এক তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।  

উল্লেখ্য,শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে বিতর্ক কাটিয়ে অবশেষে স্টেডিয়ামের মাঠে ফিরছে খেলা।শুরু হয়েছে মাঠ তৈরির প্রস্তুতি।জোর কদমে চলছে কাজ।


এদিন স্বস্তিকা যুবক সংঘের সম্পাদক বাপ্পা পাল বলেন, শিলিগুড়িতে বড় ক্রিকেট টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে।এই ধরণের বড় টুর্নামেন্ট হলে প্লেয়াররা খেলার সুযোগ পাবে।টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ বাড়ানোর আবেদনও করেন শহরবাসীর কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *