শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের থারোঘাটি এলাকায় সাহু নদীর ধারে স্বামী–স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ ঘটনাস্থলে পৌছালো ফরেনসিক টিম ও আশিঘর ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর সাহু নদীর ধারে গলা কাটা অবস্থায় পাওয়া যায় মহিলার দেহ দেহ।কয়েকশো মিটার দূরে জঙ্গলের ভেতরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার স্বামীর দেহ।ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা? নাকি পরিকল্পিতভাবে দুজনকেই খুন করা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
সোমবার ঘটনার তদন্তে এলো ফরেনসিক টিম।এদিন ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করে ফরেনসিক আধিকারিকেরা।পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা গোটা ঘটনার রহস্য উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন।
