শিলিগুড়িতে যুবকের দাদাগিরি, প্রহৃত হলেন দুই ব্যক্তি

শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়িতে এক যুবকের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ‘অঘোষিত দাদা’ এর হাতে প্রহৃত হলেন দুই ব্যক্তি।ঘটনার পরই পুলিশে অভিযোগ জানিয়েছেন দুই ব্যক্তি।এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিক্রম দাস নামে ওই যুবক।বিক্রমের দাদাগিরির কথা শুনে অবাক পুলিশও।ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


সোমবার বিক্রম দাস নামে ওই যুবকের মারে জখম হয়েছেন দুইজন। এদিন সকালে সুকান্তনগরের বাসিন্দা বাপি বণিক বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গল পাণ্ডে সরণী দিয়ে কাজে যাচ্ছিলেন। অভিযোগ সেসময় বিক্রম দাস ও আরও কয়েকজন তাঁর পথ আটকায়। এরপর বাপি বণিককে মারধর করা হয়। নেতৃত্বে ছিল বিক্রম দাস নামে ওই যুবক। বাপি বণিক জানান, ওই পাড়া দিয়ে যাওয়া যাবেনা একথা বলছিল মারধরকারীরা। এরপরই মারতে থাকে। ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এদিকে সোমবার বেলা ১২ টা নাগাদ ফের কোর্টমোড়ের কাছে এক ব্যক্তিকে মারধর করে বিক্রম দাস। অমরজিত পাল নামে সুভাষপল্লীর বাসিন্দা এক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত।এদিন কোর্টমোড়ের কাছে একটি লটারির দোকানকে সামনে অমরজিত পাল নামে ওই ব্যক্তিকে গালিগালাজ করছিল বিক্রম। প্রতিবাদ করাতেই অমরজিতকে মারধর করতে শুরু করে বিক্রম। ঘটনার পর বিক্রমের বিরুদ্ধে শিলিগুড়ি থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। অমরজিত পালের অভিযোগ, বেধড়ক মারধরের পাশাপাশি বাইকের চাবি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। আপাতত ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্ত বিক্রম দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *