শিলিগুড়িতে কমে যাবে যানজট, শহরবাসীর জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের

শিলিগুড়ি, ৩০ মেঃ যানজট কমাতে শিলিগুড়িতে এখন নতুন পরিকল্পনা রাজ্য সরকারের।এবার থেকে আর শিলিগুড়িতে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হবেনা সাধারণ মানুষকে। জংশন, দার্জিলিং মোড়ের কাছেও যানজট দেখা যাবেনা বলে দাবি। কেননা এবার শহরে নতুন বাসস্ট্যাণ্ড তৈরি হতে চলেছে।যে কাজ এখন শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা।


বহুদিন আগে ঘোষণা হলেও অবশেষে তড়িঘড়ি সেই কাজ শেষ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে একটি নতুন বাসস্ট্যাণ্ড হচ্ছে। সেখানে এনবিএসটিসি এর জমিটি পুরনিগমকে দেওয়া হয়েছে। সেখানেই কয়েক কোটি টাকা খরচে বাসস্ট্যাণ্ড তৈরি হচ্ছে। সেখানে বাসস্ট্যাণ্ড হয়ে গেলে জংশনে তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ডে বাসের চাপ কমে আসবে। মূল শহরের ভেতরও যানজট কমে যাবে।

জংশন থেকে বিহার, ঝাড়খন্ড, কলকাতা, অসম সহ দূরপাল্লার বাসগুলি ছাড়ে। যেকারণে সেখানে দিনভর ব্যাপক যানজট হয়। সেই বাসগুলি কিছুদিন পর থেকে পরিবহন নগরের কাছ থেকে ছাড়বে। এতে শহরের ভেতর বাস চলাচল কমে আসলে যানজটও কমে যাবে। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেখানে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও পরিবহন দফতরের আধিকারিকেরাও ছিলেন।


এদিন পরিবহন মন্ত্রী জানান, বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিলিগুড়ির যানজট কমাতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার তিনবাত্তি মোড়ে বাসস্ট্যাণ্ডটির কাজ দেখতে সেখানে যাবেন এনবিএসটিসি চেয়ারম্যান, আধিকারিকেরা।  

মেয়র গৌতম দেবও সেখানে থাকবেন।পাশাপাশি মাটিগাড়ার কাছে রাজ্য সরকারের একটি আর্ন্তজাতিক মানের বাসস্ট্যান্ড করার পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র। পিসি মিত্তল বাসস্ট্যান্ডটিকেও সাজানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *