একাধিক দাবিতে শিলিগুড়িতে মহামিছিল বামেদের

শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ অবিলম্বে শিলিগুড়ি পুরভোট এবং মহকুমা পরিষদের নির্বাচনের দাবী, অস্বাভাবিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে মহামিছিল করল দার্জিলিং জেলা বামফ্রন্ট।কৃষক নেতা তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য হান্নান মোল্লার উপস্থিতিতে এই মিছিল করা হয়।


শিলিগুড়ির পুর নির্বাচনের আগে বামেদের এদিনের মিছিল নেতা কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কৃষক নেতা হান্নান মোল্লা জানান, দেশে কৃষকরা নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে কেন্দ্রের বিরুদ্ধে সাফল্য লাভ করেছে।তাদের আন্দোলনকে যথাযথ সাহায্য করেছে দেশের ১২টি শ্রমিক সংগঠন।তবে এখন যেসব বিজেপি বিরোধী সংগঠন পাশে থাকার কথা জানাচ্ছে সেই সমস্থ সংগঠন আন্দোলনের সময় পাশে দাড়াবার চেষ্টা করেনি।এখন শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই  কৃষকদের পাশে থাকার চেষ্টা করছে।এদিন আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরনের দাবিও জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis