শিলিগুড়ি, ২৯ মার্চঃ শিলিগুড়িতে মোহনবাগানের নামে হচ্ছে রাস্তা।আগামী ২রা এপ্রিল মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন করা হবে।বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, মহানন্দা লালমোহন নিরঞ্জন ঘাটের রাস্তাটির নতুন নাম হবে ‘মোহনবাগান অ্যাভিনিউ’।পাশাপাশি ইস্টবেঙ্গল লেন এবং ইসকন মন্দির রোড মিলে তিনটি রাস্তার উদ্বোধন হবে।অনুষ্ঠান করে রাস্তার উদ্বোধন করা হবে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ অন্যান্য অতিথিরা।
এদিন মেয়র বলেন, এটা শহরের জন্য গর্বের।শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হচ্ছে।গোটা অনুষ্ঠানের আয়োজন করছে শিলিগুড়ি পুরনিগম।সহযোগিতায় রয়েছে মোহনবাগান ক্লাব।ইতিমধ্যে ক্লাবের দুজন প্রতিনিধি শহর ঘুরে গিয়েছেন।