শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী।
এদিন নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির সুভাষপল্লীর নেতাজী মূর্তি সহ বিভিন্ন জায়গার নেতাজীর মূর্তি সাজিয়ে তোলা হয়।মেয়র গৌতম দেব সুভাষপল্লীতে নেতাজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও বিজেপির দার্জিলিং জেলা সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারাও নেতাজীর মূর্তিতে মাল্যদান করে দেশ নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।