শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ সমকামী বিবাহকে আইনি মর্যাদা ও সমাজে সমান অধিকারের দাবি সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে মিছিল করলো সমকামীরা।
গত ৩ বছর ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে শিলিগুড়িতে মিছিল করে আসছে সমকামীরা।এবছর তাদের চতুর্থ বর্ষ। এদিন মহাত্মাগান্ধী মোড় থেকে তাদের মিছিল শুরু হয়ে হিলকার্ড রোড ধরে বাঘাযতীন ময়দানের সামনে গিয়ে শেষ হয়।এদিনের মিছিলে প্রচুর সমকামী যুবক যুবতীরা অংশগ্রহণ করেন।