শিলিগুড়িতে মারা গিয়েছে ‘টাইম কল’! পুরোহিত ডেকে হল শ্রাদ্ধ

শিলিগুড়ি, ১৩ মার্চঃ পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, হাত জোড় করে পাশে বসে রয়েছেন সকলে।সাতসকালে পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠান।কিন্তু কোনো মানুষ তো মরেনি। তাহলে কার শ্রাদ্ধ হচ্ছে?শেষে বাড়ি থেকে বের হতেই বাসিন্দারা থতমত খেয়ে গেলেন।


রাস্তার পাশে থাকা টাইম কলের শ্রাদ্ধ হচ্ছে৷ হ্যাঁ, যে টাইম কল দিয়ে রোজ সকাল বিকেল জল পড়ে৷ সেই টাইম কলের কিনা শ্রাদ্ধ হচ্ছে৷ সোমবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলের শ্রাদ্ধের আয়োজন করেছিলেন বিজেপি নেতারা।

কিন্তু হঠাৎ টাইম কলের শ্রাদ্ধ কেন? নেতাদের দাবি শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলটির মৃত্যু অনেক আগেই হয়েছে৷ কারণ এক বছর ধরে কলটি দিয়ে পানীয় জল আসেনা। বাসিন্দাদের অন্যত্র গিয়ে পানীয় জল আনতে হচ্ছে৷ শ্রাদ্ধ করতে আসা পুরোহিত মশাইও অবাক৷ কারণ তিনিও যে জীবনে প্রথম এমন টাইম কলের শ্রাদ্ধ করলেন।


বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে৷টাইম কলটিতে অনেকদিন ধরে জল আসে না৷ ডেপুটি মেয়রের দৃষ্টি আকর্ষণের জন্য এমন প্রতিবাদ করতে হচ্ছে।আগামীতে পানীয় জলের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷

১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ওই স্ট্যান্ড পোস্টটিতে জল আসছে না৷কিছু সমস্যা রয়েছে৷সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে৷জায়গা খোঁজা হচ্ছে৷তবে শহরের জলের সমস্যা শীঘ্রই মিটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *