শিলিগুড়ি,১৬ জানুয়ারিঃ: শিলিগুড়ি ইসকন মন্দির রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। প্রধান মোড় এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত সেই মহিলার নাম মালতী রায়। প্রধান মোড় সংলগ্ন বটতলা এলাকার বাসিন্দা।
মহিলা বিজেপি কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। এ দিন এক পুলিশ কর্মীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন মহিলা। সেই সময় একটি ট্রাকের ধাক্কায় মহিলা পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিলা মারা যান। এ দিকে পুলিশ কর্মী এলাকা থেকে পালানোর চেষ্টায় ছিল বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাঁকে ধরেন ও মারধর করা হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ ও ভক্তিনগর থানার পুলিশ পৌঁছায় । পুলিশ পৌঁছে সেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় আটক করা হয়েছে সেই ঘাতক গাড়িটিকে।
এদিকে খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। এরপর বিজেপির তরফে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ ।