কৃষকদের সমর্থনে শিলিগুড়িতেও ট্রাক্টর মিছিল

শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ ৭২ তম প্রজাতন্ত্র দিবসে নয়া কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে কৃষক সংগঠনের ট্রাক্টর মিছিলের সমর্থনে শিলিগুড়িতেও মিছিল বের করা হল।


জানা গিয়েছে, আজ কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর তরফে কৃষকদের সমর্থনে ট্রাক্টর মিছিল বের করা হয়।মিছিলটি মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে জংশন, এয়ারভিউ মোড়, কোর্ট মোড় হয়ে ফের শিলিগুড়ি জংশনে এসে শেষ হয়।এদিনের মিছিলে প্রায় ৩০টি ট্রাক্টর নিয়ে সামিল হয়েছিলেন সমর্থকেরা।মিছিলে খড়িবাড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া চা বাগান এলাকার শ্রমিকদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করেন।  

আইএনটিইউসি নেতা আলোক চক্রবর্তী বলেন, কৃষক সংগঠন দিল্লিতে ট্রাক্টর মিছিল বের করেছে।তারই সমর্থনে শিলিগুড়িতেও মিছিল বের করা হল।তিনি আরও বলেন, কেন্দ্র সরকারকে কৃষি আইন বাতিল করতেই হবে।তা না হলে এই আন্দোলন লাগাতার চলবে।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *