শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ পুজোর আগে শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। শহরের বিভিন্ন ওয়ার্ডে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ডেঙ্গি নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ।
ডেঙ্গির সংখ্যা বাড়তেই শহরের বিভিন্ন ওয়ার্ডে যাওয়া শুরু করেছেন মেয়র গৌতম দেব। পুরনিগমের মেয়র পারিষদ ও আধিকারিকদের নিয়ে ওয়ার্ডগুলি ঘুরে দেখছেন। সোমবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর, সন্তোষীনগর এলাকায় যান মেয়র গৌতম দেব। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি। বেশ কয়েক জায়গায় নর্দমা পরিষ্কার না হওয়া, আবর্জনা পরিষ্কার না হওয়া নিয়ে মেয়রকে অভিযোগ করেন বাসিন্দারা।
এদিন মেয়র বলেন, বেশকিছু ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৫ নম্বর ওয়ার্ডে অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এখানে বেশকিছু সমস্যা আছে। সমস্যা মেটাতে কাজ করা হবে।