শিলিগুড়ি,২৩ জুনঃ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা হল শিবা বর্মণ(২২) ও পঙ্কজ মাহাতো(২৮)।
সূত্রের খবর, বুধবার গভীর রাতে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জংশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এই দুই যুবককে।স্থানীয়দের নজরে পড়তেই ঘটনাটি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।ধৃতরা বহুদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।