শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ প্রধাননগর থানার পুলিশ ও ইবি’র যৌথ অভিযানে শিলিগুড়িতে নকল মোবিল তৈরির কারখানার খোঁজ মিললো।
সম্প্রতি শিলিগুড়িতে বাজারে নকল মোবিল বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে।এরপরই প্রধাননগর থানা ও ইবির টিম অভিযানে নেমে সমরনগর এলাকায় নকল মোবিল তৈরির কারখানার খোঁজ পায়।কারখানার ভেতর থেকে প্রচুর নামি দামি কোম্পানির বোতল,কোম্পানির লোগো ও স্টিকার উদ্ধার হয়েছে।এছাড়াও সেখান থেকে বেশ কয়েক লিটার নকল মোবিল উদ্ধার হয়েছে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেতেই সেখান থেকে পালিয়ে যায় কারখানার মালিক।কারখানার মালিকের নাম অশোক শিকদার বলে জানা গিয়েছে।পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।