শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ এসওজি এবং ভক্তিনগর থানার যৌথ অভিযানে পাচারের আগে উদ্ধার ব্রাউন সুগার।ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা হল বিজয় সাহানি,মংলু শেখ ও অভিষেক মল্লিক।
জানা গিয়েছে, ব্রাউন সুগার নিয়ে মালদার কালিয়াচক থেকে মংলু শেখ ট্রেনে করে এনজেপি’তে এসে পৌছায়।এরপর ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা বিজয় সাহানি ও অভিষেক মল্লিক ব্রাউন সুগার নিতে পিসি মিত্তল বাসস্ট্যান্ডে পৌছায়।এদিকে গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে পৌছায় এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।