শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম কৃষ্ণা দে।বাড়ি এনজেপি সংলগ্ন ডি এস কলোনিতে।তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে।
শুক্রবার রাতে এনজেপি ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত যুবকের কোনও অপরাধমূলক কাজের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।