শিলিগুড়িতে একমঞ্চে অশোক-গৌতম

শিলিগুড়ি,২৩ জানুয়ারিঃ শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে একমঞ্চে উপস্থিত ছিলেন মেয়র অশোক ভট্টাচার্য এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব।ওই অনুষ্ঠান মঞ্চে বেশ কিছুক্ষণ একে অপরের সাথে কথাও বলেন মেয়র ও মন্ত্রী।


প্রসঙ্গত, এদিন শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিমতলা মোড়ের বীর জওয়ান চকে দুই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু ও মেজর দুর্গা মল্লের মূর্তির উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র অশোক ভট্টাচার্যও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş