শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ গাছের থেকে কিনা বের হচ্ছে দুধ! এটাও সম্ভব? বৃহস্পতিবার শিলিগুড়ির কলেজপাড়ায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেখানে স্থানীয় কিছু বাসিন্দার দাবি একটি কৃষ্ণচূড়া গাছ থেকে দুধ বের হচ্ছে। এরপরই সেখানে ভিড় জমে যায়। এমনকি ধূপকাঠি জ্বালিয়ে পুজোও শুরু হয়।
এদিন শিলিগুড়ি কলেজের পাশে রাস্তায় একটি বড় কৃষ্ণচূড়া গাছ থেকে সাদা রসের মতো কিছু বের হতে দেখা যায়। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অনেকেই সেখানে ভিড় করেন। এরপর গাছের সামনে ধূপকাঠি জ্বালিয়ে পুজোও করা হয়।
তবে এব্যাপারে শিলিগুড়ি কলেজের উদ্ভিদ বিভাগের অধ্যাপক প্রতিক বসু জানান, কৃষ্ণচূড়া গাছে এধরনের রস বের হয়না। তবে হতে পারে কোনও ইনফেকশনের জন্য তা হচ্ছে।