শিলিগুড়িতে গণেশ পুজোয় এবার করুন বদ্রীনাথ দর্শন  

শিলিগুড়ি,২৭ আগস্টঃ হাতেগোনা আর কয়েকদিন।তারপরেই গণেশ পুজোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ।শিলিগুড়িতে বদ্রীনাথ মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে গণেশ পুজোর মণ্ডপ।শালবাড়ি গণেশ পূজা কমিটির গণেশ পুজো এবার অষ্টম বর্ষে পা দিতে চলেছে।এবার তাদের পুজোর মণ্ডপে গেলেই বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারবেন শহরবাসী।


এই বিষয়ে পুজো কমিটির সদস্যরা জানান,বদ্রীনাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হবে পুজো মণ্ডপ।গণেশ পুজো উপলক্ষে পাঁচদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও প্রসাদ বিতরণ করা হবে।কলশ যাত্রার মাধ্যমে পূজার শুভারম্ভ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *