১৪ এপ্রিল শিলিগুড়িতে জনসভা মুখ্যমন্ত্রীর, সভাস্থল পরিদর্শনে গৌতম দেব

শিলিগুড়ি,৮ এপ্রিলঃ আগামী ১৪ এপ্রিল শিলিগুড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সূত্রের খবর, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ভবেশ পেট্রোল পাম্প সংলগ্ন একটি মাঠে এই জনসভা করবেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই তার তোরজোড়ও শুরু হয়ে গিয়েছে।বৃহস্পতিবার সেই সভাস্থল পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব।

অন্যদিকে এদিন ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে নির্বাচনী প্রচার সারেন গৌতম দেব।এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে তুলে দেন চকোলেট।গৌতম দেব বলেন, মমতা ব্যানার্জির জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল।আরও একবার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি।


প্রসঙ্গত,আগামী ১০ এপ্রিল শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তবে তাঁর সভার পরপরই মুখ্যমন্ত্রীর এই জনসভা তৃণমূল প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni