আগামী ৬ ডিসেম্বর শিলিগুড়িতে জনসভায় আসতে চলেছেন বিমল গুরুং

শিলিগুড়ি,৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে জনসভা করতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। চলতি মাসের ৬ তারিখ ইন্দিরা গান্ধী ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হতে চলেছে।একথা স্পষ্ট পাহাড়ের গোর্খাল্যান্ড ইস্যুতে এবার রাজ্যের বদলে কেন্দ্রকেই নিশানা করবে গোর্খা জনমুক্তি মোর্চা।


এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিশাল ছেত্রী জানান, এবারে বেশ কিছুদিন বিমল গুরুং শিলিগুড়িতেই থাকবেন। গতবারের লোকসভা ভোটে বিমল গুরুং এর সহায়তায় উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি,তাই এবারে তৃণমূল কংগ্রেসকে জেতাতে উত্তরবঙ্গই পাখির চোখ মোর্চাদের। তিনি আরও জানান,৬ তারিখের জনসভা সমস্ত আইন শৃঙ্খলা মেনেই করা হবে। এই সভায় প্রায় দেড় লক্ষ মানুষের আগমন ঘটতে চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş