শিলিগুড়ি,২৫ আগস্টঃ শিলিগুড়িতে মুরগি কিনতে এসে প্রতারিত হলেন এক ব্যক্তি।প্রতারিত ব্যক্তির নাম পীযূষ দাস।তিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
সূত্রের খবর, কিছুদিন আগে মুর্শিদাবাদের পীযূষ বাবুকে ফোন করেন অপূর্ব ঘোষ এবং জয় রাসৌলী নামে দুই ব্যক্তি। কোনো সূত্রে এই দুই ব্যক্তি জানতে পারেন যে পীযূষ বাবু মুরগির ব্যবসা করেন। আর সেই সূত্র ধরেই পীযূষ বাবুকে এই দুই ব্যক্তি ফোন করে বলেন খুব সস্তায় তারা পীযূষ বাবুকে মুরগি সরবরাহ করবেন। মুরগি প্রতি ৫৫ টাকা করে পীযূষ বাবুকে দেবেন বলে জানান তারা। এরপর গত ১০ তারিখ শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ডাকা হয় পীযূষ বাবুকে। গাড়ি এবং টাকা নিয়ে মুরগি কিনতে চলে আসেন পীযূষ বাবু।
অভিযোগ, এরপর জয় রাসৌলি এবং অপূর্ব ঘোষ পীযূষ বাবুর কাছ থেকে ৮৯ হাজার টাকা মুরগি দেবার জন্য অগ্রিম নেন এবং তাকে বলেন ফাঁসিদেওয়া থানা এলাকার একটি পোলট্রি ফার্মে যেতে। অগ্রিম মোটা টাকা দেবার পর মুরগি পাবার আশায় পীযূষ বাবু গাড়ি নিয়ে চলে যান ফাঁসিদেওয়া থানা এলাকার ঘোষপুকুরে। কিন্তু ওখানে গিয়ে অপূর্ব ঘোষ এবং জয় রাসৌলীকে ফোন করলে পীযূষ বাবু দেখেন দুজনেরই মোবাইল বন্ধ। এরপর পীযূষ বাবু বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
এরপর অর্থ ফিরে পেতে এনজেপি থানার পুলিশের শরণাপন্ন হন পীযূষ বাবু।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।তদন্তে নেমে দুই অভিযুক্ত যে স্কুটিতে করে এসে পীযূষ বাবুর কাছ থেকে অগ্রিম অর্থ নিয়েছিলেন সেই স্কুটির মালিকানা তথ্য জোগাড় করে পুলিশ। এরপর সেই সূত্র ধরেই দুই অভিযুক্তের কাছে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত অপূর্ব ঘোষ এবং জয় রসৌলিকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।