শিলিগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির বিবেকানন্দ ভবনে টি এডভাইজরি কাউন্সিলের দ্বিতীয় বৈঠক সম্পন্ন হল।শনিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, বুলুচিক বরাইক, রাজ্যের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী, রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রী, জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন মাসের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। কিন্তু টি ডিরেক্টরেট ও রাজ্য সরকার ১২ দিনের মধ্যে চা শ্রমিকদের আই কার্ড দিয়ে দিয়েছে। পূজোর পরে চা বাগান শ্রমিকদের শিশুদের জন্য ক্রেচ, হেলথ সেন্টার বা হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও পানীয় জলের কাজ শুরু হবে ও দু মাসের মধ্যে সব কাজ শেষ হবে।”
জিটিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা বলেন, মডেল চা বাগানে হেলথ সেন্টার তৈরি হবে। পাহাড়ের চা বাগানে ১৩ টি ক্রেচ তৈরি হবে।