শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ এবার শুধু শিলিগুড়ির শহর নয় শিলিগুড়ি মহকুমা এলাকার বাসিন্দারাও তাদের এলাকায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে একটি বৈঠকের পর এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম,মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং,মেয়র গৌতম দেব,মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা।
বৈঠকে শেষে গৌতম দেব জানান, আগামী ৩০ জানুয়ারী থেকে এই শিলিগুড়ি মহকুমা উৎসব শুরু হবে।সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানে রাজ্যের সংস্কৃতি, খেলাধুলো, বিভিন্ন প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান থাকবে এই উৎসবে।