নকশালবাড়ি, ২০ ডিসেম্বরঃ নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে গরু সহ গ্রেফতার এক যুবক।ধৃত যুবকের নাম নজরুল ইসলাম(১৯)।ধৃত যুবক নকশালবাড়ির রামজোতের বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভারত নেপাল সীমান্তে গরু সহ যুবককে ধরে এসএসবি জওয়ানরা।পরে ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।