নকশালবাড়ি,৩ নভেম্বরঃ ভারত-নেপাল সীমান্তে ৬টি গরু সহ গ্রেফতার এক যুবক।ধৃতের নাম মহম্মদ ইসলাম(২৪)।নকশালবাড়ির ছোট মনিরাম জোত এলাকার বাসিন্দা ধৃত।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সীমান্তে টহলদারি চালানোর সময় এসএসবির ৪১নং ব্যাটালিয়নের জওয়ানেরা নেপাল থেকে গরু আনার সময় ৬টি গরু সহ মহম্মদ ইসলামকে আটক করে এবং পরবর্তীতে তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয়।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।