খড়িবাড়িতে সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান কর্মসূচি বিজেপির  

খড়িবাড়ি, ২৩ জানুয়ারিঃ ভারতীয় জনতা যুব মোর্চার তরফে সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হল খড়িবাড়ির পশ্চিম রামধন জোতে।এদিন  ভারত নেপাল সীমান্তবর্তী রামধন জোত গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন সাংসদ রাজু বিস্ত।


সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযানে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিডিওকে ফোন করেন সাংসদ।আবাস যোজনার তালিকা থেকে এলাকার ১২৬ জনের নাম বাদ গিয়েছে কেন তার খোঁজ নেন তিনি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজু বিস্ত, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মূর্মূ, কেন্দ্রীয় কমিটির সদস্য ভক্তি শর্মা, বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস সহ অন্যান্যরা।


এলাকার পঞ্চায়েত সদস্যদের ও পঞ্চায়েত সমিতিকে ৫ লক্ষ টাকা ও এলাকার রাস্তার কাজ ও ক্যানেলের কাজের আশ্বাস দিয়েছেন সাংসদ।পরে রামধন জোত এস‌এসবি ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *