ইন্দো নেপাল সীমান্ত সুরক্ষায় বসানো হল সিসিটিভি ক্যামেরা

খড়িবাড়ি, ৪ জানুয়ারিঃ ইন্দো নেপাল সীমান্ত সুরক্ষায় ১৩টি সিসিটিভি ক্যামেরা বসাল জেলা পুলিশ।খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ট্রাফিক ব্যবস্থা ও নজরদারি বৃদ্ধি করতে বুধবার ১৩টি সিসিটিভি ক্যামেরায় উদ্বোধন হল।পাশাপাশি রাতের জন্য  ১০টি ব্লিঙ্কার লাইট বসানো হয়েছে।


এদিন দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অজয় গনপতি নতুন সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও অচিন্ত্য গুপ্ত, ট্রাফিক বিএসপি অরিন্দম অধিকারী, সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার সহ অন্যান্যরা।

ট্রাফিক কন্ট্রোল ও সাধারণ মানুষদের সুবিধার্থে এই সিসিটিভি কন্ট্রোল কাজ করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পাশাপাশি আগামীদিনে আরও ২টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *