রাজগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ সীমান্ত এলাকা থেকে পাচারের আগে উদ্ধার ৪৪৬.৫৬ গ্রাম সোনা।জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁওতাল পাড়ার সীমান্ত এলাকার ঘটনা।
বৃহস্পতিবার বিকেলে বিএসএফের ১৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারের আগে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে।যার ওজন ৪৪৬.৫৬ গ্রাম।আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।
বিএসএফের পক্ষ থেকে সোনার বিস্কুটগুলি শিলিগুড়ির কাসটমসের হাতে তুলে দেওয়া হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাসটমস বিভাগ।