সিংহের নাম সীতা ও আকবর কেন? শিলিগুড়িতে বিক্ষোভ

শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ নয়, বরং ত্রিপুরাতেই দুই সিংহের নামকরণ হয়েছে আকবর ও সীতা। সেই দুই সিংহই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসেছে সোমবার। এদিকে দুই সিংহের নাম নিয়ে আপত্তি জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু সভ্য সমাজ সহ কিছু সংগঠন বেঙ্গল সাফারির সামনে বিক্ষোভ দেখালেন। পাশাপাশি পার্কের ডিরেক্টরকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।


এদিকে পার্ক থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের তরফে নামকরণ করা হয়নি।সোমবার ত্রিপুরা থেকে দুটি সিংহ বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়।এই দুই সিংহ এর নাম আকবর ও সীতা।

এদিন বিক্ষোভকারীরা জানান, একটি সিংহের নাম মা সীতার নামে করা হয়েছে এটা অত্যন্ত অপমানজনক।মা সীতার নামে পশুর নামকরণ করা হয়েছে এতে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে।এই নাম চলবে না।বেঙ্গল সাফারিতে নতুন সদস্যদের আনা হয়েছে এতে সকলেই খুশি কিন্তু নাম বদল করতে হবে।আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিংহ এর নাম বদল করতে হবে তা নাহলে শিলিগুড়িতে বৃহত্তর আন্দোলনে শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন হিন্দু সভ্য সমাজের সদস্য আদিত্য প্রসাদ সোনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *