শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শিশু শ্রম ও শিশু সুরক্ষা নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সরকারি দপ্তরের আধিকারিক ও বিভিন্ন সমাজসেবী সংস্থার সদস্যরা।শিশু শ্রম রোধ করা ও শিশু সুরক্ষার স্বার্থে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা নিয়ে আলোচনা হয়েছে।
মেয়র গৌতম দেব বলেন, শিশু সুরক্ষার জন্য একটি নতুন কমিটি গঠন হয়েছে।সেই কমিটির সদস্যদের নিয়ে আলোচনা হল।প্রথমে পর্যায়ে পথশিশু ও দুঃস্থ শিশুদের চিহ্নিত করা হবে।এরপর সমাজে তাদের শিক্ষিত করার চেষ্টা করা হবে।