শিলিগুড়ি,১১ আগস্টঃ প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙার ফার্স্ট লাভ চিলড্রেন হোমের আবাসিকদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এদিন ওই আবাসনের কচিকাঁচারা কমিশনারের হাতে রাখি পড়িয়ে দেন।শিশুদের হাতে উপহার তুলে দেন কমিশনার গৌরব শর্মা।
এছাড়াও এদিন হোমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।যাতে অংশ নেয় হোমের আবাসিকেরা।আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আয়োজিত অনুষ্ঠানে এই শিশুদের আমন্ত্রনও জানান খোদ কমিশনার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং,ডিডি এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্যরা।