শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ নদীতে ভেসে রয়েছে নর কঙ্কাল? চোখে পড়তেই রীতিমতো চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের নীচপাড়া এলাকায়।কিন্তু শেষমেষ যা হল তাতে হাসির রোল এলাকায়।
মঙ্গলবার সকালে ২০ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী নদীতে একটি কঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় কাউন্সিলর, পুলিশকে। ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসুও যান সেখানে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ যায় সেখানে।এরপর নদী থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।কিন্তু নদী থেকে কঙ্কাল ওঠাতেই রীতিমতো চারিদিকে হাসাহাসি শুরু হয়ে যায়।দেখা যায় সেই কঙ্কাল পুরোটাই প্লাস্টিকের।কেউ বা কারা হয়তো সেটি সেখানে ফেলে দিয়েছিল।এরপরই ভেসে সেখানে আসে।অনেক সময় এই প্লাস্টিকের কঙ্কালগুলি নাটকেও ব্যবহার হয়ে থাকে।শেষে সেই প্লাস্টিকের কঙ্কাল সেখান থেকে নিয়ে যাওয়া হয়।