শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

শিলিগুড়ি,১৫ জানুয়ারিঃ আগামী ১৯ জানুয়ারি মিলনপল্লী যুবক বৃন্দের পক্ষ থেকে শিলিগুড়ির এসএফ রোডের সোমানি মিলের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে।   
মিলনপল্লী যুবক বৃন্দের সম্পাদক অভিজিৎ দে বিশ্বাস জানান, ১৯ জানুয়ারি সকাল থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির শুরু হবে। এরপর দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom