জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরির নাম করে টাকা চাওয়ার অভিযোগ, অভিযোগ দায়ের পুলিশে

রাজগঞ্জ,১ ফেব্রুয়ারিঃ জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে চাকরির নাম করে এলাকার প্রধান এবং উপপ্রধানদের ফোন করে টাকা চাওয়ার অভিযোগ।চাকরির নাম করে চাওয়া হলো নথিপত্রও।এদিকে প্রতারণার হদিস পেতেই থানায় অভিযোগ দায়ের করলেন রাজগঞ্জের জয়েন্ট বিডিও।


জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ ব্লকের বেশ কয়েকজন প্রধান এবং উপপ্রধান এর কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে।ওই ব্যক্তি নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দেন এবং প্রতি এলাকার দুজনকে চাকরি দেওয়া হবে এই কথা জানিয়ে প্রধান এবং উপপ্রধানদের থেকে টাকা এবং নথিপত্র চান।এদিকে বিষয়টি জানানো হয় বিডিও প্রশান্ত বর্মনকে।তিনি এমন নিয়োগের খবর ভিত্তিহীন বলে দাবি করেন এবং এরপরই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মণ বলেন, আমি রাজগঞ্জের বিডিও হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্লকের উন্নয়নের স্বার্থে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।সেরকমই এক পরিদর্শনের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাকরির খবর ছড়িয়েছে।আমি সকলের উদ্দেশ্যই বলছি, এরকম খবরের সত্যতা যাচাই করে অগ্রসর হবেন।এক অচেনা ব্যক্তি রাজগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করছে এবং বলছে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার জন্য ১২,০৫০ টাকা সহ আবেদন করতে হবে।এটি সম্পূর্ণ ভুয়ো।ইতিমধ্যেই এই বিষয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *