শিলিগুড়ি পুরনিগমে পালিত হল শহীদ প্রফুল্ল চাকীর জন্মজয়ন্তী

শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হল শহীদ প্রফুল্ল চাকীর ১৩৫ তম জন্মজয়ন্তী।


শনিবার বিপ্লবী প্রফুল্ল চাকীর প্রতিকৃতিতে মাল‍্যদান করে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব।পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ শোভা সুব্বা ও পুরনিগমের অন‍্যান‍্য কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar