শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ বিধায়ক তহবিলের অর্থে রেডক্রস সোসাইটিকে শববাহী যান প্রদান করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
অন্যদিকে শুক্রবার রেডক্রস সোসাইটিকে শববাহী যান প্রদানের পর স্থানীয় প্রশাসনের কাজ নিয়ে হতাশার সুর শোনা যায় বিধায়কের গলায়।তিনি বলেন,বিধায়ক পদে প্রায় দুবছর অতিক্রান্ত হলেও প্রশাসনিক উদাসিনতার কারণে সাধারণ মানুষের জন্য ঠিকমতো কাজ করতে পারছেন না তিনি।বিশেষ করে পুরনিগম ও এসজেডিএ'র সহযোগীতা কাম্য করেন তিনি।তাদের সহযোগীতায় আরোও কাজ করতে চান তিনি।তিনি জানান,আগামীতে মুখবধীর ও সাধারন শিশুদের জন্য উন্নয়নমুলক কাজ করতে চান।কাজ করতে চান শহরবসীর জন্য।