নকশালবাড়ি, ২৬ মেঃ নকশালবাড়ির হুদুভিটায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বন্ধ করার দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ও মিছিল করল গ্রামবাসীরা।
বাসিন্দাদের অভিযোগ, নোংরা আবর্জনার দুর্গন্ধ ও মশা মাছিতে ভরে যাচ্ছে গ্রাম।গ্রামে আবর্জনা আনা বন্ধ করতে ও গ্রামকে দূষিত করা বন্ধ করার দাবিতে এদিন নকশালবাড়ি বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
বাসিন্দার জানান, ঘরের বাইরে বের হতেও সমস্যা হচ্ছে।থাকা যাচ্ছে না রাস্তায়।বাচ্চা থেকে বৃদ্ধদের সমস্যা হচ্ছে। অবিলম্বে নকশালবাড়ি হুদুভিটায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বন্ধ করতে হবে।এই সমস্ত দাবী নিয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি এদিন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও নকশালবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীরা।
এই বিষয়ে নকশালবাড়ির প্রধান জয়ন্তী কিরো জানান, বিষয়টি নিয়ে কাজ হচ্ছে। আগে প্ল্যান্টের পাশে ঘর ছিল না। আস্তে আস্তে ঘর হচ্ছে ফলে সমস্যা হচ্ছে। তবে কম্পোস্ট মেশিনের কাজ শুরু হলে সমস্যার সমাধান হবে।
অন্যদিকে নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল জানান, গ্রামবাসীদের সমস্যা শুনে তিন মাসের সময় নেওয়া হয়েছে।আপার বাগডোগরায় প্ল্যান্টের প্রক্রিয়া চলছে। কম্পোস্ট ও প্ল্যাস্টিক রিসাইকেল মেশিন আনা হয়েছে। দ্রুত কাজ শুরু হলে সমস্যা সমাধান হবে।