শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ জোর করেই সম্পর্ক রেখেছিল খুনে অভিযুক্ত বিশ্বজিত শীল। এমনকি কুনালকে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে দিতো না। শারীরিক অত্যাচার করতো। কুনালের খুনের পর এমনই দাবি করল তাঁর পরিবার। ছেলের খুনের বিচার চেয়ে অভিযুক্তদের ফাঁসির দাবি তুললেন বাবা মা।
কয়েকদিন আগে বাগডোগরার ফয়রানি জোতে কুনাল সিংয়ের দেহ উদ্ধার হয়। এরপরই বাগডোগরা থানার পুলিশ খুনের অভিযোগে বিশ্বজিত শীল ও মহম্মদ মাফিজ নামে দুইজনকে গ্রেফতার করে। বিশ্বজিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কুনাল তাঁর দোকানে কাজ করতো। দুইজনের মধ্যে সমকামী সম্পর্ক ছিল। কিন্তু বিশ্বজিতের সন্দেহ ছিল কুনালের অন্য সম্পর্ক রয়েছে। যেকারণে দুইজনে মিলে শ্বাসরোধ করে খুন করে।
শনিবার মৃতের বাবা ও মা অভিযোগ করেন, কুনালকে আগাগোড়াই সন্দেহ করতো বিশ্বজিত। কারোর সঙ্গে কথা বলতে দিতোনা। কোথাও গেলে খোঁজ নিতে চলে যেত। শারীরিক অত্যাচার করতো। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তাঁরা।