শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ রাস্তায় নকল সোনা ফেলে প্রতারণার ফাঁদ।ঘটনায় ধৃত যুবক ফিরোজ শেখকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।
শনিবার বিকেলে বর্ধমান রোডে ফিরোজ শেখকে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা।যুবককে বেধে রেখে খবর দেওয়া হয় পুলিশে।পরে পুলিশ গিয়ে যুবককে নিয়ে যায়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।বর্তমানে গোটা ঘটনার তদন্ত করছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, শিলিগুড়ি শহরজুড়ে মাঝেমধ্যেই রাস্তায় নকল সোনা ফেলে প্রতারণার ঘটনা ঘটছে।রাস্তায় সোনা পেয়েছেন বলে কুড়িয়ে নেন অনেকে।তখনই ঘটনাস্থলে এক রিকশাচালক এসে হাজির হয়।জানায় সোনাটি আপনি নিয়ে নিন।আমি কিছু বলবো না কাউকে।শুধু কিছু টাকা দিয়ে দিন।আর লক্ষ টাকার সোনা পেয়েছেন ভেবে অনেকে ২০-৩০ হাজার টাকা দিয়েও দেন।কিন্তু পরে যারা সেই সোনা নেন জানতে পারেন যে সেটি আসল সোনা নয়।সবটাই নকল।