শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ সোনা পাচার মামলায় ফের বড়সড় সাফল্য ডিআরআই এর।প্রথমে সোনা গলিয়ে চুড়ি এবং কোমরের বেল্ট তৈরি করা হতো।এরপর সোনার চুড়ির ওপরে সিলভার রঙ এবং বেল্টের ওপর কালো রঙের মেটাল লাগিয়ে তা পাচার করা হতো।তার পর্দা ফাঁস করলো ডিআরআই।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানী এক্সপ্রেসে এক দম্পতি সোনা পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে পৌঁছায়।দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ছিল তাদের।এই খবর পেয়েই ডিআরআই এর টিম এনজেপিতে অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে দম্পতির তল্লাশি নেয়।তল্লাশি চালিয়ে মহিলার হাতে দুটি সোনার চুড়ি পাওয়া যায়।চুড়ির ওপরে রুপোর কভার লাগানো ছিল।অন্যদিকে ব্যক্তির কোমরে বেল্টে কালো রঙের মেটাল দেখতে পাওয়া যায়।তদন্ত করে জানা যায় উদ্ধার হওয়া চুড়ি এবং বেল্ট সোনা দিয়ে তৈরি।এরপরই দুজনকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের নাম সুশীল কুমার সোনার(৪৬) এবং মিকু সোনি(৪৪)।ধৃত দম্পতি উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ভারত মায়ানমার সীমান্ত থেকে পাচারের জন্য রুপোর কভারের আড়ালে সোনার চুড়ি এবং বেল্টের আড়ালে সোনা দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল।তবে তার আগেই ডিআরআই দম্পতিকে গ্রেফতার করে।দম্পতির কাছ থেকে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ টাকার বেশি।আজ ধৃত দম্পতিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।