শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ কোমরের বেল্টের আড়ালে সোনা পাচারের চেষ্টা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে কোটি টাকার সোনা সহ তিন জনকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের নাম অমিত খান্ডেলওয়াল(২৮), হাসমুখ মধুরচাঁদ খান্ডেলওয়াল (৩৭) এবং রাহুল গেহলট(২৩)।তাদের মধ্যে অমিত মুম্বাই, হাঁসমুখ গুজরাট এবং রাহুল রাজস্থানের বাসিন্দা।
ডিআরই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কোচবিহার থেকে বাসে শিলিগুড়িতে পৌঁছায় ৩ জন।সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়।এরপর তিনজনকে ডিআরআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।তল্লাশি চালিয়ে তাদের কোমরের বেল্ট থেকে উদ্ধার হয় ৩২ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার ওজন ৫ কেজির বেশি।যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা।
জানা গিয়েছে, ইন্দো মায়ানমার বর্ডার থেকে গোয়াহাটি এরপর শিলিগুড়ি হয়ে কলকাতায় সোনা পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের।যদিও পাচারের আগেই শিলিগুড়িতে ৩ জনকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে ধৃতদের পক্ষে আইনজীবী অখিল বিশ্বাস বলেন, ডিআরআই আমার মক্কেলদের ভুল মামলায় গ্রেফতার করেছে।তিনজনকে আলাদা জায়গা থেকে গ্রেফতার করে ডিআরআই।৩ জনের কাছ থেকে উদ্ধার হওয়া সোনা মিলিয়ে একটি মামলা করেছে ডিআরআই।এর বিরুদ্ধে আমরা আদালতে পিটিশন দাখিল করেছি।