শিলিগুড়ি, ২২ মেঃ ভারত-বাংলাদেশ বর্ডার থেকে শিলিগুড়ি হয়ে কলকাতায় সোনা পাচারের ছক।পাচারের আগে কোটি টাকার সোনা সহ দুজনকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতদের নাম আসাদুল হক এবং বিকি হক।দুজনই কোচবিহারের দিনহাটার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে কোচবিহার থেকে কলকাতাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস্রে সোনা পাচার করা হবে।এরপরই শিলিগুড়ি ডিআরআই ইউনিট কোচবিহারে স্টেশনে ট্রেনে তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
দুজনের কাছ থেকে উদ্ধার হয় ২৮ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার ওজন ৩ কিলো ২৯০ গ্রাম।যার বাজারমূল্য দুই কোটি টাকার বেশি।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।