ফুলবাড়ি, ৭ এপ্রিলঃ ফুলবাড়িতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।অ্যাসবেস্টস টিন ভেঙে দোকানে লক্ষাধিক টাকার সোনা-রুপোর অলঙ্কার চুরি করে পালালো দুষ্কৃতিরা।সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে ফুলবাড়ি বাজারে।
জানা গিয়েছে, দুষ্কৃতিরা প্রথমে দোকানের টিনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে।এরপর কাপড় দিয়ে দোকানের সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়ে, লক্ষাধিক টাকার সোনা ও রুপার অলংকার নিয়ে চম্পট দেয়।
দোকান মালিক গৌতম সরকার জানান, প্রতিবেশী দোকানদারের কাছ থেকে খবর পাই দোকানে চুরি হয়েছে।দোকানে এসে শাটার খুলে দেখি, ভেতরের সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।দুটি সিসিটিভি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল।কয়েক লক্ষ টাকার সোনা-রুপার সামগ্রী চুরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।