সরকারি পানীয় জলের কুয়ো দখল করে জলসেচ করার অভিযোগ চা বাগান মালিকের বিরুদ্ধে, ক্ষুব্ধ স্থানীয়রা

খড়িবাড়ি,১১ মেঃ সরকারি পানীয় জলের কুয়ো দখল করে জলসেচ করার অভিযোগ উঠল এক চা বাগান মালিকের বিরুদ্ধে। খড়িবাড়ি ব্লকের কুমোরসিং জোত এলাকার ঘটনা।


স্থানীয় সূত্রে খবর, ২০১৫-১৬ আর্থিক বর্ষে খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে বর্ডার এরিয়া ডেভলপমেন্ট ফান্ড থেকে সাধারণ মানুষের পানীয় জলের জন্য কুয়ো বসানো হয়েছিল। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন থেকে লোহার পাত দিয়ে তালা ঝুলিয়ে ওই কুয়োর মুখ আটকে রেখেছেন চা বাগান মালিক বিশ্বজিৎ চৌধুরী।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষদের জন্য বসানো কুয়ো দখল করে জলসেচ করেন বিশ্বজিৎ চৌধুরী ।কুয়ো তালা বন্ধ থাকায় পানীয় জল পান না স্থানীয় বাসিন্দারা।  


অপরদিকে বাগান মালিক বিশ্বজিৎ চৌধুরী জানান, কুয়োতে আমি ঢাকনা আটকাইনি। সরকারের পক্ষ থেকে তা লাগানো হয়েছিল। যেহেতু আমার জমিতেই রয়েছে তাই সুবিধা নিই।

অন্যদিকে গোটা ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *