সরকারি নির্দেশিকা উপেক্ষা করে চলছিল স্কুল, বন্ধ করালেন বিডিও

আলিপুরদুয়ার,৩ আগস্টঃ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত হ্যামিল্টনগঞ্জ এলাকায় একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে চলছিল পঠন-পাঠন।বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে স্কুল বন্ধ করালেন কালচিনির বিডিও।


কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেন, হ্যামিল্টনগঞ্জ এলাকায় একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুল খুলে ছোট-ছোট শিশুদের নিয়ে পঠনপাঠন চলছিল।সরকারি বিধিনিষেধ অনুযায়ী আপাতত স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।যে কারণে খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করি পড়ুয়াদের অনলাইন ক্লাস নিতে।আমরা চাই না কোনও শিশুর ক্ষতি হোক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom