শিলিগুড়ি,৭ জুলাইঃ গৃহবধূকে শ্বশুরবাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।শিলিগুড়ির অশোকনগর এলাকার ঘটনা।
কলকাতার কাটোয়ার বাসিন্দা দেবযানী রায়।২০১৯ সালে শিলিগুড়ির অশোকনগরের বাসিন্দা মেঘনাথ রায়ের ছেলে চিরঞ্জিত রায়ের সঙ্গে বিয়ে হয় তার।গৃহবধূর অভিযোগ,বিয়ের পর থেকেই পণের দাবিতে তার ওপরে অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকেরা।এছাড়াও বিভিন্ন কৌশলে তাকে স্বামী চিরঞ্জিত রায়ের কাছ থেকে আলাদা করার প্রচেষ্টা চালায় শ্বশুরবাড়ির লোকেরা।স্বামী অবৈধ সম্পর্কে জড়িত বলেও অভিযোগ করেছেন গৃহবধূ দেবযানী রায়।প্রায় সাতমাস বাপের বাড়ি কাটোয়ায় ছিলেন গৃহবধূ।এরপর শ্বশুরবাড়িতে ফিরে এলে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।বুধবার রাতে ফের একবার শ্বশুরবাড়িতে ঢোকার চেষ্টা করেন ওই গৃহবধূ।কিন্তু অভিযোগ,তাকে ধাক্কা মেরে গেটের বাইরে বের করে দেন শ্বশুরবাড়ির লোকেরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ।যদিও গৃহবধূকে শ্বশুরবাড়িতে প্রবেশ করাতে ব্যর্থ হয় পুলিশ।পরবর্তীতে এনজেপি থানায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ।
অভিযুক্ত শ্বশুর মশাই মেঘনাথ রায় জানান,ছেলের ডিভোর্স ফাইল হয়েছে।