বিজেপি যোগ্য লোককে জায়গা দেয়না,মর্যাদা দেয় না।এমন অভিযোগ তুলেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’য়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
সোমবার তৃণমূলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কলকাতায় তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল খাঁ।এদিন তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘পচা আলুদের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদের লোভ দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হচ্ছে।বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী ও ১৩ জন উপমুখ্যমন্ত্রী হওয়ার লাইনে রয়েছে।আগামী দিনে রাজ্যে বিজেপির মুখ কে হবেন তার ঠিক নেই’।
এছাড়াও বলেন, আগামী দিনে কে বলতে পারে আমার এই সিদ্ধান্তে সৌমিত্র খাঁ সামিল হবেন না? তৃণমূলে আসা নিয়ে তিনি বলেন, যোগ্যতার, লড়াইয়ের সম্মান ও নারী হিসেবে সুরক্ষা পাবো বলেই এই দলে আসা।
সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন।তারপর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি।এরইমধ্যে বিজেপি সাংসদের স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় রাজনৈতিক সমালোচনা আরও বেড়েছে।