স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দমকলের

শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে তৎপর দমকল আধিকারিকেরা। গোটা দেশ ও রজ্যের পাশাপাশি শহর শিলিগুড়ির একটি বেসরকারি স্কুল পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ দিলেন দমকল কর্মী সহ আধিকারিকেরা।


ছেলে- মেয়েরা স্কুলে গেলে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সবসময়ই চিন্তিত থাকেন পরিজনেরা। পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলগুলিও বিশেষভাবে সচেতনতার লক্ষ্যে নানান পরিকল্পনা নিয়ে থাকেন। এবারে স্কুল পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষনের লক্ষ্যে এগিয়ে এল দমকল আধিকারিকেরা।

শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন একটি বেসরকারি স্কুলে চললো বিশেষ মহড়া। স্কুল চলাকালীন বাজলো আপদকালীন সাইরেন। অসুস্থদের উদ্ধার করে আনা হল।মঙ্গলবার ঘন্টা দুয়েকের মহড়ায় উপস্থিত ছিলেন দমকল আধিকারিক আশীষ পুততুন্ডা। তিনি বলেন, গোটা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতেও এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। মূলতঃ রাজ্যের সরকারি বেসরকারি স্কুলগুলিতেই এই মহড়া করা হচ্ছে। এদিনের এই মহড়ায় মিরিক, মাটিগাড়া ও শিলিগুড়ির দমকল আধিকারিকেরা উপস্থিত ছিলেন।


স্কুল কর্তৃপক্ষ জানান, ছাত্রদের মধ্যে সচেতনতা বাড়াতেই এধরনের কর্মসূচী নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomjojobet girişjojobetholiganbet girişCasibomizmir escortholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom giriş